পড়বে না পড়বে না করেও জাঁকিয়ে শীত পড়েই গেছে। আর গুটি গুটি করে পা ফেলেছে মাঘ মাসও। করোনার আতঙ্ক যতই থাক, এর মাঝেই মানুষ পরিস্থিতি স্বাভাবিক করছে। নতুন নিয়ম অনুযায়ী এখন আবার বিয়ে বাড়িতেও নিমন্ত্রন্ন। মাঘ মাস মানেই বিয়ে বাড়ি আর তার সঙ্গে জাঁকিয়ে ঠান্ডা পড়া। পরিস্থিতি যেমনই থাক, বাঙালি…