ব্লকপ্রিন্ট সেক্টরের জন্য দুইজন সুপারভাইজার আবশ্যক। এই পজিশনের জন্য শুধুমাত্র ব্লকপ্রিন্ট জানা থাকলেই হবেনা, বরং ব্লক প্রিন্ট করার চর্চা থাকতে হবে। সাথে সুপারভাইজিং এর অভিজ্ঞতা থাকলে ভাল।
অফিস লোকেশনঃ ভদ্রা বৌ বাজার, রাজশাহী।
কাজের ধরনঃ ফুল টাইম।
যা যা দক্ষতা প্রয়োজনঃ
১. কম্পিউটার পরিচালনার ধারণা থাকতে হবে।
২. প্রতিনিয়ত ২০ টিরও বেশি ব্লক এর টেবিলে কাজের ফিনিশিং মনিটর করতে হবে (যেহেতু মনিটর করতে হবে তাই সবার থেকে আপনার ব্লক প্রিন্টিং কোয়ালিটি ভাল হতে হবে, যেন কোন ব্লক প্রিন্টার এর কাজের কোয়ালিটি নিয়ে সমস্যা হলে তৎক্ষনাৎ সমস্যার সমাধান করতে পারেন)।
৩. টীম লিড দেয়ার মানষিক সক্ষমতা থাকতে হবে।
কম্পানির সুযোগ-সুবিধা সমূহঃ
১. প্রতি মাসের ৫-১০ তারিখের মধ্যে স্যালারির নিশ্চয়তা
২. বাৎসরিক ট্যুর ফান্ড
৩. সরকারী ছুটি
৪. চিকিৎসা ফান্ড
৫. পারফরম্যান্স বোনাস
৬. ওভারটাইম এর সুযোগ
স্যালারিঃ মাসিক স্যালারি ১৫,০০০ টাকা৷ উল্লেখ্য যে প্রথম ৩ মাস প্রবাশন পিরিয়ডে নির্ধারিত স্যালারী ১০,০০০ টাকা। মাসিক টার্গেট ফিলাপ করলে অতিরিক্ত পারফরম্যান্স বোনাস আছে।
বি.দ্রঃ সর্বনিম্ন ২ বছরের জব এগ্রিমেন্ট করা বাধ্যতামূলক।