আমরা মূলত পোশাক ব্র্যান্ড এবং অনলাইনে ২৪/৭ খোলা থাকি। বিগত কয়েক মাসে আমাদের সেলস অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় যারা মোডারেটর হিসেবে আমাদের সাথে কাজ করছেন তারা ওয়ার্কলোড হ্যান্ডেল করতে হিমসিম খাচ্ছেন।
কাজের ধরণঃ এই মুহূর্তে আমরা কয়েকজন মডারেটর নিয়োগ দিতে চাই যারা কুইক লার্নার। প্রতিদিন ফেসবুকে আমাদের পেইড প্রোমোশন চলে জন্য প্রতি মুহূর্তে অসংখ্য মানুষ আমাদের ফেসবুক পেজের ইনবক্সে মেসেজ দেয়। মডারেটরদের প্রধান কাজ হবে এই মানুষহুলোর সাথে ইনবক্সে কথা বলে অর্ডার নেয়া। এছাড়া, কমেন্টস এর রিপ্লাই দেয়া, অফিসের হটলাইন নাম্বারে ইনকামিং কল রিসিভ করা, পার্সেল প্যাক করে ডিচপ্যাচ করা, ফ্রন্ট ক্যামেরায় লাইভ করা, এবং ব্যবস্থাপনা কর্তৃক অর্পিত অন্যান্য দায়িত্ব পালন করতে হতে পারে।
কাজের সময়ঃ ৯-৬ টা অফিস করতে হবে এবং অফিস টাইমের বাইরে কাষ্টমারদেরকে সাপোর্ট দিতে হবে (আমরা ২৪/৭ ওপেন)।
বেতনঃ কোন মডারেটরকেই সেল করতে হয়না কারণ, পেইড প্রমোশন চলে এবং অসংখ্য মানুষ ইনবক্সে নক দেয়। মডারেটরদের শুধু ইনবক্সে কাষ্টমারদের সাথে কথা বলে অর্ডার নিতে হয়। একজন মোডারেটর প্রতিদিন এভারেজ ৫০,০০০ টাকার অর্ডার নিতে পারে। সেলস টার্গেট এর ওপর ভিত্তি করে স্যালারি নির্ধারণ করা হয়েছে ১০,০০০ টাকা। এখানে উল্যেক্ষ যে কেউ যদি টার্গেট ফুলফিল করতে না পারেন তাহলে তার স্যালারি এর থেকে কম হতে পারে বা হবে।
শেষ কথাঃ প্রথম ১ মাস ট্রেনিং পিরিয়ডে স্যালারি হবে ৮,০০০ টাকা। তবে এই সময়ের মধ্যে কেউ যদি টার্গেট হিট করতে পারেন তাহলে অবশ্যই স্যালারি হবে ১০,০০০ টাকা। উল্লেখ্য যে শুরুতেই একটা এগ্রিমেন্ট পেপার সাইন হবে যেখানে উল্লেখ থাকবে যে জয়েন করার পর দুই বছরের মধ্যে কোনভাবেই জব ছাড়তে পারবেন না এবং অন্য কোন কোম্পানিতে জয়েন করতে পাড়বেন না। তাই পড়াশোনা চলমান এমন কেউ এপ্ল্যাই করবেন না।