যারা শাড়ি পড়তে এবং মানুষের সাথে কথা বলতে ভালোবাসেন এই জবটি তাদের জন্য। প্রাইমারি দায়িত্ব হচ্ছে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে প্রোডাক্ট (শাড়ি, ব্লাউজ, কুর্তি ইত্যাদি) সোশ্যাল মিডিয়ায় প্রেজেন্ট করা। পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েট করা (ফটোশ্যুট, ভিডিও ইত্যাদি) এবং তা পাবলিশ করা। ছবি, ভিডিও এবং লাইভ করার জন্য অবশ্যই নিজের একটা ভাল স্মার্টফোন থাকা আবশ্যক।
কাজের ধরণঃ ফুল টাইম / পার্ট টাইম।
স্যালারিঃ অভিজ্ঞতার ওপর / আলোচনা সাপেক্ষে।
বিঃদ্রঃ শুরুতেই একটা জব এগ্রিমেন্ট সাইন করতে হবে যেখানে উল্লেখ থাকবে যে খাঁচায় জয়েন করার পর দুই বছরের মধ্যে কোনভাবেই জব ছেড়ে দেয়ার অপশন নেই এবং অন্য কোন কোম্পানিতে জয়েন করার সুযোগ নেই।
তাই যাদের লাইভ বা ভিডিও করার অভিজ্ঞতা আছে এবং শাড়ির প্রতি প্যাশন আছে শুধুমাত্র তারাই এপ্ল্যাই করবেন।