ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে কাপড়ের উজ্জ্বল রং। কাপড়ের রং ঠিক রাখার জন্য কিছু উপাদান রয়েছে। এই উপাদানগুলো কাপড় ধোয়ার সময় মেশালে কাপড়ের রং অনেকদিন পর্যন্ত ঠিক থাকবে। চলুন দেখা যাক কি সেই উপাদানগুলোঃ
(১) ভিনেগারঃ ওয়াশিং মেশিনে কাপড় ধোয়ার সময় ডিটারজেন্টের সাথে এক কাপ ভিনেগার মিশিয়ে নিন। ভিনেগার কাপড়ের রং স্থায়ী সাহায্য করে এবং ডিটারজেন্টের ক্ষতিকর প্রভাব হতে রক্ষা করে। ধোয়ার পর ভিনেগারের গন্ধ চলে যাবে।
(২) লবণঃ নতুন সুতি কাপড় প্রথমবার ধোয়ার আগে এক বালতি জলে আধা কাপ লবণ মিশিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। তারপর ডিটারজেন্ট বা সাবান দিয়ে ধুয়ে ফেলুন। এতে কাপড়ের রং নষ্ট হবে না এবং রং ছড়িয়ে যাবে না।
(৩) বেকিং সোডাঃ বেকিং সোডা কাপড়ের উজ্জ্বলতা বাড়ায়। কাপড় ধোয়ার সময় বালতিতে আধা কাপ বেকিং সোডা দিন। এতে রং ঠিক থাকবে।
কাপড়ের রং ঠিক রাখতে এই উপাদানগুলো ব্যবহার করুন। আরো একটি গুরুত্বপূর্ণ ব্যাপার হলো কাপড় কখোনই কড়া রোদে শুকাতে দিবেন না। এতে কাপড়ের রং খুব দ্রুত নষ্ট হয়ে যায়।