আলমারির আর দশটা দামি শাড়ির সঙ্গে মেলানো যাবে না, হ্যান্ড পেইন্ট শাড়িটি। কারণ এই শাড়ি একটি ক্যানভাস যেখানে তুলির আঁচড়ে স্বপ্ন বাস্তবে রূপ পায়, আর প্রিয়জনের শরীরে জড়িয়ে শাড়িটিও হয়ে ওঠে স্বপ্নের একটি অংশ। বিশেষ এই ভালোবাসার শাড়ির যত্নটাও তো বিশেষই হতে হবে। এটি যে আভিজাত্য, রুচি আর ভালোবাসার মিশ্রণ।…